২৮ এপ্রিল বিশ্ব ভেটেরিনারি দিবস ২০১৮। আয়োজনে বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ), দি ভেট এক্সিকিউটিভ ও প্রাণিসম্পদ অধিদপ্তর

২৮ এপ্রিল বিশ্ব ভেটেরিনারি দিবস ২০১৮। প্রতি বছরের মত এই বছর ও এপ্রিল মাসের শেষ শনিবার সারাবিশ্বে এই দিবস পালিত হবে। এবছরের মূল প্রতিপাদ্য “The role of the Veterinary Profession in Sustainable Development to improve livelihoods, food security and safety”। এবছর কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ), দি ভেট এক্সিকিউটিভ ও প্রাণিসম্পদ অধিদপ্তর সম্মিলিতভাবে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০১৮ পালন করবে।

আগামী ২৮ এপ্রিল ২০১৮ শনিবার সকাল ৯.০০ মিনিট ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিশন কাকরাইল অডিটোরিয়াম এ বিশ্ব ভেটেরিনারি দিবস ২০১৮ এর আলোচনা সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্য মন্ত্রী জনাব এ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম এমপিপ্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।