বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন(বিভিএ)’র উদ্যোগে প্রাইভেট সেক্টরে কর্মরত ভেটেরিনারিয়ানদের সমস্যার সমাধানকল্পে বিভিএ ,প্রাণিসম্পদ অধিদপ্তর, বিসিএস লাইভস্টক ক্যাডার এসোসিয়েশন , দি ভেট এক্সিকিউটিভ ও আহকাব এর ঐতিহাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

আজ ৩০ জুলাই ২০১৮, সন্ধ্যা ৬:০০ টা থেকে শুরু করে বিভিএ এর আয়োজনে প্রাণিসম্পদ অধিদপ্তর, বিসিএস লাইভস্টক ক্যাডার এসোসিয়েশন, দি ভেট এক্সিকিউটিভ এবং আহকাব এর অংশগ্রহণে প্রাইভেট সেক্টরে ভেটদের কর্মপরিবেশের উন্নয়ন শীর্ষক অত্যন্ত প্রাণবন্ত ও বিস্তারিত আলোচনা হয়েছে যা রাত ১০:০০ টা পর্যন্ত চলে। আলোচনা সভায় বিভিএ বিভিন্ন বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ, দি ভেট এক্সিকিউটিভ এর নেতৃবৃন্দ এবং প্রাইভেট সেক্টরে কর্মরত দুরদুরান্ত থেকে আগত ভেটগন বক্তব্যের মাধ্যমে সমস্যার স্বরুপ ব্যাখ্যা করেন ও বিভিন্ন সমাধান প্রস্তাব করেন। সবশেষে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ হীরেশ রঞ্জন ভৌমিক মহোদয় এবং উপ পরিচালক প্রশাসন ডাঃ মোঃ শহীদ উল্ল্যাহ মহোদয় অত্যন্ত আন্তরিকতার সাথে সমস্যা সমূহকে আমলে নিয়ে নিম্নোক্ত প্রস্তাব সমূহ বাস্তবায়নের প্রতি গুরুত্ব আরোপ করেন:

১• প্রাইভেট সেক্টরে কর্মরত ভেটদের জব সিকিউরিটি নিশ্চিত করা

২• ভেটদের জন্য ইনস্যুরেন্স এর ব্যাবস্থা করা

৩• একটি সম্মানজনক নূন্যতম সেলারি নির্ধারিত করা

৪• ভেটদের জব ডেসক্রিপসন ও কর্মঘন্টা নির্ধারিত করা

৫• বিভিন্ন টেকনিক্যাল কাজে ভেটদের নিয়োগ বাধ্যতামূলক করা।

৬• সিএসও হিসাবে কর্মরত ভেটদের জন্য পদোন্নতির ব্যাবস্থা করা

৭• মাঠ পর্যায়ে কর্মরত ভেটদের জন্য অফিসের ব্যবস্থা করা।

এবং

৮• নারী ভেটদের জন্য উপযুক্ত কর্মপরিবেশ তৈরি ও প্রতি তিনজনে অন্তত একজন নারী ভেট নিয়োগের নীতিমালা প্রণয়ন করা।

উপর্যুক্ত বিষয় সমুহ বাস্তবায়নের পদ্ধতি এবং সম্ভাব্য প্রতিবন্ধকতা নির্ধারনপূর্বক সুনির্দিষ্ট প্রস্তাব প্রণয়ন এর উদ্দেশ্যে নিম্নোক্ত কমিটিকে দায়িত্ব দেওয়া হয় :

১• ডাঃ মোঃ আতাউর রহমান ( এডি, ট্রেনিং )

২• ডাঃ মোঃ আবু সুফিয়ান (এডি, হেলথ)

৩• ডাঃ মোঃ কামরুজ্জামান ( মহাসচিব,আহকাব)

৪• ডাঃ মোঃ হুমায়ুন আরেফিন ( সভাপতি, বিভিএ, ঢাকা মহানগর )

৫• ডাঃ মোঃ সাইফুল বাসার

(সাধারণ সম্পাদক, দি ভেট এক্সিকিউটিভ )।