বিভিএ নির্বাচন ২০১৭-২০১৮ সিডিউল

বিভিএ নির্বাচন ২০১৭-২০১৮’র চুড়ান্ত সংশোধিত তারিখ –১৮ নভেম্বর ২০১৭, শনিবার
# নতুন / পুরাতন সদস্য বা ভোটার ফি ঃ ২০০ টাকা
# আজীবন সদস্য বা ভোটার ফি ঃ ২০০০ টাকা

*** ভোটার হওয়ার রশিদ পাওয়া যাবে আগামী ১৮ জুলাই থেকে ৩০ আগস্ট ২০১৭ পর্যন্ত সকল বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি আনুষদীয় ডীন মহোদয়, ডিএলএস এ পরিচালক উৎপাদন এর অফিস, এলআরআই এ পরিচলকের অফিস, সিভিএইচ এর সিভিও অফিস, চিড়িয়াখানার কিউরেটর
অফিস এবং সকল ডিএলও অফিস।

বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ) ২০১৭-২০১৮ বৎসরের নির্বাচনের সংশোধিত সিডিউল ঘোষনা করা হলোঃ
১। ভোটার হওয়ার তারিখঃ ১৮ জুলাই থেকে ৩০ আগষ্ট, ২০১৭।
২। খসড়া ভোটার তালিকা প্রকাশঃ ১৪ সেপ্টেমবর, ২০১৭।
৩। চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং নমীনেশন পেপার আহবানঃ ২৪ সেপ্টেম্বর, ২০১৭।
৪। নমীনেশন পেপার সাবমিটের শেষ তারিখঃ ০৪ অক্টোবর, ২০১৭।
৫। ভ্যালিড ক্যান্ডিডেট প্রত্যাহারের শেষ তারিখঃ ১০ অক্টোবর, ২০১৭।
৬। ক্যান্ডিডেট এর চুড়ান্ত তালিকা প্রকাশঃ ১৫ অক্টোবর,২০১৭।
৭। ১৭ নভেম্বর, ২০১৭, শুক্রবার সেমিনার।
৮। নির্বাচনঃ ১৮ নভেম্বর, ২০১৭, শনিবার।

(ডাঃ এ,কে,এম, নজরুল ইসলাম)
পরিচালক, গবেষনা, প্রশিক্ষন ও মূল্যায়ন
প্রাণিসম্পদ গবেষনা প্রতিষ্ঠান, মহাখালী, ঢাকা
ও চেয়ারম্যান, নির্বাচন কমিশন।