বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ) রাজশাহী বিভাগীয় কমিটি গঠিত: সভাপতি-ডা. সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক-ডা. মোহাম্মদ রায়হান

একটি জাকজমক সম্মেলনের মাধ্যমে গত শনিবার, ০৭ জুলাই ২০১৮ তারিখ বগুড়ার শেরপুরে অবস্থিত পল্লী উন্নয়ন একাডেমির অডিটোরিয়ামে বিপুল বিপুলসংখ্যক ভেটেরিনারিয়ানের উপস্থিতিতে বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ) রাজশাহী বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কৃষিবিদ আলহাজ্ব আব্দুল মান্নান এমপি।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে আলহাজ্ব হাবিবুর রহমান এমপি, বিশেষ অতিথি হিসেবে আব্দুল মান্নান এমপি’র সহধর্মিণী শাহাদারা মান্নান, ড. এমএ মতিন, মহাপরিচালক, আরডিএ, ডা. এস এম নজরুল ইসলাম, সভাপতি, বিভিএ, ড. হাবিবুর রহমান মোল্লা, মহাসচিব, বিভিএ সহ বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. শেখ আজিজুর রহমান, উপ-পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর,রাজশাহী বিভাগ।

বিভিএ’র কেন্দ্রীয় কমিটির মহাসচিব ড. হাবিবুর রহমান মোল্লা তার বক্তব্যে বর্তমান কমিটির কাজের সাফল্যের কথা তুলে ধরেন এবং ভেটেরিনারিয়ানদের প্রাণের দাবি অর্গানোগ্রাম বাস্তবায়নে বিভিএ সবসময় কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন। পরবর্তীতে সম্মেলনের মাধ্যমে রাজশাহী বিভাগের নেতৃত্ব ঘোষণা করা হয়। বগুড়া জেলা ভেটেরিনারি সার্জন ডা. সাইদুল ইসলাম কে সভাপতি এবং বগুড়ার শেরপুরের ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ রায়হান কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করেন ড. হাবিবুর রহমান মোল্লা।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি-১,প্রফেসর ড. খন্দকার মোঃ মোজাফফর হোসেন (রাবি), সহসভাপতি ২ -ডা. মো. বাবুল আক্তার (মিল্কভিটা), সহ সাধারন সম্পাদক ১- ডা. মোছাঃ রাশিদা খাতুন( এসি.প্রফে. রাবি)সহ সাধারন সম্পাদক ২- ডা. মোহাম্মদ রিয়াজুল ইসলাম(এডি,আরডিএ), কোষাধ্যক্ষ- ডা. রিপন কুমার মন্ডল (বেংগল ওভারসিস), সাংগঠনিক সম্পাদক – ডা. মাসুদুর রহমান (এডিএলও ,বগুড়া), দপ্তর সম্পাদক-ডা. মো. আব্দুর রাজ্জাক, প্রচার ও প্রকাশনা সম্পাদক- ডা. মো. জাকিরুল ইসলাম জাকির (সাবেক ভিপি, রাবি ভেটেরিনারি এসো.) ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক- ডা. আব্দুল মালেক (ভিএস), তথ্য,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-ডা. খালেদ সাইফুল্লাহ (এলইও ,মান্দা), সমাজকল্যান সম্পাদক-ডা. মো. রুস্তম আলী (ইউএলও,এফডি আইএল), নারী বিষয়ক সম্পাদক-ডা. শায়লা শারমিন ইমু(ভিএস), সদস্যরা হলেন-ডা. হুমায়ুন কবির(এডি), ডা.আব্দুল হাই (ইউএলও), ডা. মো. আনিসুর রহমান (ইউএলও), ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, ডা. শহীদুল ইসলাম, ডা. মো. সাজ্জাদ হোসেন, ডা. মো. হুমায়ুন রশিদ হিমু।

নবগঠিত কমিটির সভাপতি ডা. সাইদুল ইসলাম বিভিএ কেন্দ্রীয় কমিটির সাথে থেকে পেশার জন্য সবসময় কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন। সাধারন সম্পাদক ডা. মোহাম্মদ রায়হান বলেন, ”শুধু পদ নিয়ে বসে থাকতে চাই না, ভেটেরিনারি পেশাকে সম্মানজনক পর্যায়ে নিয়ে যেতে বর্তমান বিভিএর কেন্দ্রীয় কমিটির সাথে কাজ করতে চাই”।